নিজস্ব প্রতিবেদক :
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে চারটি রাজনৈতিক দলের প্রতিনিধিদের জরুরি বৈঠকের পর ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব গাজী আতাউর রহমান সাংবাদিকদের বলেছেন, ‘ফ্যাসিবাদী শক্তির ষড়যন্ত্র ঠেকাতে দেশীয় ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য অটুট রাখা অত্যন্ত জরুরি বলেছেন প্রধান উপদেষ্টা।’
মঙ্গলবার (২২ জুলাই) রাত ৯টার দিকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় চারটি রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বৈঠক করেন তিনি। বৈঠকে অংশগ্রহণকারী চারটি দল হলো—বিএনপি, বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
আতাউর বলেন বৈঠকে প্রধান উপদেষ্টা বলেছেন, ‘রাজনৈতিক দলগুলো সাধারণত নির্বাচনের সময় একে অপরের বিরুদ্ধে সমালোচনা ও প্রচারণা চালিয়ে থাকে, যা স্বাভাবিক। তবে আওয়ামী ফ্যাসিবাদ পুনরায় শক্তি সঞ্চয় করে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে পারবে না, সে ব্যাপারে ঐক্যবদ্ধ থাকার কথা সবাই স্বীকার করেছে।’
সচিবালয়সহ দেশের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলো নিরাপত্তাহীন থাকার বিষয়টি উল্লেখ করে গাজী আতাউর রহমান বলেন, অতীতে এমন অবস্থা দেখা যেত না, কিন্তু বর্তমানে একাধিকবার সচিবালয় অরক্ষিত অবস্থায় পাওয়া গেছে। তিনি প্রশ্ন তোলেন, এ ক্ষেত্রে গোয়েন্দা এবং প্রশাসনিক ব্যর্থতা রয়েছে কিনা, যার জন্য সরকারকে তদন্ত করতে হবে।
আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা আরও শক্তিশালী করার প্রয়োজনীয়তাও তুলে ধরেন তিনি। তিনি বলেন, ‘শুধু আওয়ামী ফ্যাসিবাদবিরোধী ষড়যন্ত্র মোকাবিলা নয়, নির্বাচনী পরিবেশ সুষ্ঠু রাখতে অন্য রাজনৈতিক দলগুলোকেও নিয়ন্ত্রণ করতে হবে।’
তিনি উল্লেখ করেন, গোপালগঞ্জে গোয়েন্দা ও প্রশাসনিক ব্যর্থতা দেখা গেছে, যা অন্য জেলাগুলোতেও ঘটার আশঙ্কা রয়েছে। এজন্য প্রশাসনকে কঠোর হওয়ার আহ্বান জানান তিনি।
অতীতে সরকারের পাশে থাকার কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, বিএনপি, জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ ও এনসিপি দল হিসেবে সব সময় সরকারের পাশে ছিল এবং ভবিষ্যতেও থাকবে। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সুনিশ্চিত করার জন্য সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করবে বলে তিনি আশা প্রকাশ করেন।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।।
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৫You cannot copy content of this page