হাবিবুল্লাহ বাহার-শ্যামনগর প্রতিনিধি :
মঙ্গলবার সকাল ১০ ঘটিকা হইতে আটুলিয়া ইউনিয়ন পরিষদের হলরুমে প্রশিক্ষণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে স্বীকৃতি পাওয়া দুই দিনব্যাপী ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যদের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কার্যক্রম সার্টিফিকেট প্রদান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে আলহাজ্ব সালেহ বাবুর সভাপতিত্বে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। শ্যামনগর উপজেলা সিপিপি সহকারি পরিচালক মুন্সি নূর মোহাম্মদ।ও সি পিপির বরগুনার আঞ্চলিক পরিচালক মেজবাউর রশিদ। ও ইউনিয়ন পরিষদ সচিব কার্তিক চন্দ্র মন্ডল,
১নং ওয়ার্ডের ইউপি সদস্য আক্তারুজ্জামান লিটল,
২নংওয়ার্ডের ইউপি মোশাররফ হোসেন
৩ নংওয়ার্ডের ইউপি সদস্য সিরাজুল ইসলাম ৪ নংওয়ার্ডের ইউপি সদস্য রবিউল ইসলাম রবি
৫ নং ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুল গফুর
৬ নং ওয়ার্ডের ইউপি সদস্য শহিদুল ইসলাম
৮ নং ওয়ার্ডের ইউপি আব্দুর রব খসরু
১,২,৩সংরক্ষিত ইউপি সদস্য তাহমিনা মিলন
৭,৮,৯ সংরক্ষিত ইউপি সদস্য রেনুকা রানী
সিপি পি ইউনিয়ন টিম লিডার আবির হোসেন । ও শিক্ষক প্রতিনিধি মোঃ মাইনুল ইসলাম। ও সাংবাদিক ও সিপিপি সদস্যবৃন্দ, বক্তারা বলেন।
কনভেনশন পিপলস পার্টি ( সিপিপি ) হল ঘানার একটি সমাজতান্ত্রিক রাজনৈতিক দল যা ঘানার প্রথম রাষ্ট্রপতি কোয়ামে এনক্রুমাহ -এর ধারণার উপর ভিত্তি করে। Nkrumah ইউনাইটেড গোল্ড কোস্ট কনভেনশন (UGCC) থেকে বেরিয়ে যাওয়ার পরে 1949 সালের জুন মাসে CPP গঠিত হয়েছিল। সেখান থেকে সেবক হিসেবে কাজ করে আসছে সিপিপি।
অনুষ্ঠান কার্যক্রমের অর্থায়নে জেন্ডার রেসপন্সিভ কোস্টাল এ্যাডাপেটশন (জিসিএ) প্রকল্প ইউএনডিপি বাস্তবায়নে, ছিলেন ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি সিপিপি শ্যামনগর সাতক্ষীরা।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।।
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৫You cannot copy content of this page