জুলফিকার আলী জুয়েল :
নাসির পালোয়ান হত্যা মামলায় এজাহারভুক্ত ৯ নম্বর আসামি মোঃ আব্দুর রহিম (১৭) কে গ্রেপ্তার করেছে র্যাব ও থানা পুলিশের যৌথ দল। রবিবার (২১ জুলাই) রাত ৭টায় গাজীপুর মহানগরের বাসান থানাধীন চন্দনা এলাকা থেকে তাকে আটক করা হয়।
আব্দুর রহিমের বাড়ি কাশিমপুর থানার বারেন্ডা এলাকায়। তার পিতা মোঃ জুলহাস ও মাতা মোসাঃ শারমিন আক্তার। তিনি বর্তমানে জরুন এলাকায় অবস্থান করছিলেন।
গ্রেফতারকৃত কিশোরের বিরুদ্ধে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কোনাবাড়ী থানায় দায়ের করা এফআইআর নং-৭, তারিখ ২৬ জুন ২০২৫-এ বিভিন্ন ধারায় মামলা দায়ের রয়েছে। মামলাটি পেনাল কোডের ১৪৩/৪৪৭/৪৪৮/৩২৩/৩২৪/৩২৫/৩২৬/৩০৭/৪২৭/১১৪/৫০৬/৩৪ ধারা ও সংযুক্ত ৩০২ ধারায় নথিভুক্ত হয়। মামলাটি আলোচিত নাসির পালোয়ান হত্যাকাণ্ড সংক্রান্ত।
র্যাব ও পুলিশের এক যৌথ অভিযানে এই কিশোরকে আটক করা হয় বলে জানা গেছে। আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, হত্যাকাণ্ডে সরাসরি সম্পৃক্ত থাকার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
মামলার তদন্ত চলছে এবং গ্রেফতারকৃত আসামিকে আদালতে হাজির করে রিমান্ড আবেদন করা হতে পারে বলে জানা গেছে।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।।
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৫You cannot copy content of this page