নিজস্ব প্রতিবেদক :
রাজধানী উত্তরার মাইলস্টোন স্কুল ও কলেজে প্রশিক্ষণ বিমান বিধ্বস্তে হতাহতের ঘটনায় আজ মঙ্গলবারের (২২ জুলাই) এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে।
তবে গতকাল সোমবার রাতে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকার পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার জানিয়েছিলেন, পরীক্ষা স্থগিত হওয়ার কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। যথাসময়ে পূর্বের রুটিন অনুযায়ী পরীক্ষা অনুষ্ঠিত হবে।
কিন্তু মঙ্গলবার রাত ৩ টায় পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত আসে। কিন্তু সেটিও প্রথমে জানানো হয় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলমের ফেসবুক প্রোফাইল থেকে। এতে বলা হয়, শিক্ষা উপদেষ্টার সঙ্গে তথ্য উপদেষ্টার বৈঠকের পর সিদ্ধান্ত হয়েছে মঙ্গলবারের পরীক্ষা স্থগিত করা হয়েছে।
পরবর্তীতে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. মামুন অর রশিদ এক জরুরি সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, “রাজধানীর উত্তরার দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তে হতাহতের ঘটনায় মঙ্গলবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে। তথ্য ও সম্প্রচার উপদেষ্টাকে এ তথ্য নিশ্চিত করেছেন শিক্ষা উপদেষ্টা।”
মধ্যরাতের এমন সিদ্ধান্তের পর ফেসবুকে সমালোচনা শুরু হয়। অনেকে বলেন, অনেক শিক্ষার্থী এতরাতে ঘুমিয়ে গেছেন। যারা দূরদূরান্তে গিয়ে পরীক্ষা দেবেন তারা যদি না জানতে পারেন তাহলে সকালে গিয়ে পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হবেন। এতে তারা ভোগান্তির স্বীকার হবেন।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।।
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৫You cannot copy content of this page