মোহাম্মদ আরমান চৌধুরী-আরব আমিরাত প্রতিনিধি :
বাংলাদেশের সুস্বাদু ও মৌসুমি ফলের সমাহারে প্রবাসীদের এক আনন্দঘন পরিবেশে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে “বাংলাদেশ ফল উৎসব ২০২৫” অনুষ্ঠিত হলো।
রবিবার (২০ জুলাই) দুবাই শাবাব আল আহলি স্টেডিয়ামে ফল উৎসব সম্পন্ন হয়েছে।
দুবাই আবির বিজনেস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আলহাজ মোহাম্মদ ইয়াকুব সৈনিকের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ কনসুলেট দুবাই ও উত্তর আমিরাতের বিজনেস কাউন্সিলর আশিষ কুমার সরকার। তিনি বলেন, এই ধরনের আয়োজন প্রবাসীদের মধ্যে দেশীয় সংস্কৃতি ও স্বাদকে ফিরিয়ে আনে। এমন উদ্যোগ অবশ্যই সাধুবাদ পাওয়ার যোগ্য।
আরব আমিরাত দুবাই আবির বিজনেস অ্যাসোসিয়েশনের আয়োজনে ৭টি প্রদেশের ছয় শতাধিক প্রবাসীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন ফল উৎসবে। দেশীয় ফল যেমন লিচু, কাঁঠাল, আম, জাম, তরমুজ, পেয়ারা, আনারস,আমলকি ও নানা ধরনের ফল প্রদর্শনের পর বিনামূল্যে বিতরণের মাধ্যমে উৎসবটি প্রাণবন্ত হয়ে ওঠে।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।।
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৫You cannot copy content of this page