বদিউজ্জামান-জলঢাকা, নিলফামারী :
নীলফামারী জেলার জলঢাকা উপজেলার ২০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪০০ জন শিক্ষার্থীর মাঝে স্কুল ব্যাগ, টিফিন বক্স ও পানির পট বিতরণ করা হয়েছে।
সোমবার (২১ জুলাই ২০২৫) সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার জায়িদ ইমরুল মুজাক্কিন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী জেলার জেলা প্রশাসক নায়িরুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) এ বি এম সারোয়ার রাব্বি এবং উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার শরিফা আক্তার।
জেলা পরিষদ, নীলফামারীর অর্থায়নে এবং উপজেলা প্রশাসন, জলঢাকার সহযোগিতায় এই উপকরণ বিতরণ কার্যক্রম বাস্তবায়ন করা হয়।
অতিথিরা বলেন, প্রাথমিক শিক্ষার ভিত্তি মজবুত করতে এবং শিক্ষার্থীদের স্কুলমুখী রাখতে এ ধরনের উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর মাধ্যমে শিক্ষার্থীদের মাঝে পড়াশোনায় আগ্রহ ও নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতি বাড়বে।
অনুষ্ঠান শেষে অতিথিরা ২০টি প্রাথমিক বিদ্যালয়ের ৪০০ শিক্ষার্থীর হাতে ব্যাগ, টিফিন বক্স ও পানির পট তুলে দেন।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।।
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৫You cannot copy content of this page