মোঃ জাহিদ হোসেন জিমু-গাইবান্ধা :
গাইবান্ধার পলাশবাড়ীতে যৌতুকের দাবিতে গৃহবধূ শম্পা আক্তারকে(২৩) বেদম মারপিটসহ শ্বাসরুদ্ধ করে নির্মমভাবে হত্যা করে মুখে কীটনাশক ঢেলে আত্মহত্যা বলে চালিয়ে দেয়ার সাথে জড়িতদের গ্রেফতার পূর্বক দৃষ্টান্ত শাস্তির দাবীতে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়।
রোববার(২০ জুলাই)বিকেলে অত্র এলাকাবাসীর উদ্যোগে পৌরশহরে একটি বিক্ষোভ মিছিলসহ এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।বিক্ষোভকারীরা শম্পা হত্যার সাথে জড়িত খুনিদের ফাঁসির দাবী করেন। এসময় শম্পার পিত্রালয়ের পরিবার-পরিজন এবং আত্মীয়-স্বজনরা বক্তব্য রাখেন। এ ব্যাপারে থানায় একটি হত্যা মামলা হলেও চিহ্নিত আসামী গ্রেফতার না হওয়ায় ক্ষুব্ধ এলাকাবাসী এ বিক্ষোভ ও মানববন্ধনের আয়োজন করেন। পরে বিক্ষোভকারী থানায় পৌঁছে থানা অফিসার ইনচার্জকে বিষয়টি অবগত করেন। এসময় তিনি দ্রুত আসামীদের গ্রেফতারের আশ্বাস প্রদান করেন।
উল্লেখ্য; গত ১৩ জুলাই পলাশবাড়ী পৌরশহরের শিমুলিয়া গ্রামের এক সন্তানের জননী গৃহবধূ শম্পা আক্তারকে যৌতুকের কারণে হত্যা করে বলে জানা যায়। তবে ওই গৃহবধু আত্মহত্যা করেছে না হত্যা করে আত্মহত্যা বলে প্রচার করা হচ্ছে এনিয়ে এলাকায় নানামুখি গুঞ্জনসহ মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।
নিহত শম্পা উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নের কাতুলী গ্রামের ইসলাম মিয়ার মেয়ে।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।।
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৫You cannot copy content of this page