মোঃ মাহবুবুর রহমান সোহেল :
শনিবার (১৯ জুলাই ) রাত ০১:৪৫ ঘটিকায় দিকে মহানগরীর বাসন থানার বাড়ীয়ালী নলজালী এলাকায় ডাকাতির প্রস্তুতি চলছে এমন গোপন সংবাদের ভিত্তিতে মহানগর উওর বিভাগের গোয়েন্দা(ডিবি) পুলিশের চৌকস পুলিশ পরিদর্শক মোঃ সাইফুল ইসলাম এর নেতৃত্বে ও সঙ্গীও ফোর্সসহ অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে মহানগর গোয়েন্দা(ডিবি)পুলিশ।
এসময় তাদের কাছ থেকে ২টি খেলনা পিস্তল, ২টি স্টীলের চাপাতি ও ৩টি স্টীলের ছুরি এবং ১টি মাইক্রোবাস উদ্ধার করা হয়।
এবিষয়ে গাজীপুর মহানগর উওর বিভাগের গোয়েন্দা(ডিবি)পুলিশের পুলিশ পরিদর্শক মোঃ সাইফুল ইসলাম আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন যাবৎ গাজীপুরের বিভিন্ন এলাকায় তারা ডাকাতি করে আসছিলেন, আজ তাদের বিরুদ্ধে ডাকাতি প্রস্তুতি মামলা দায়ের করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।।
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৫You cannot copy content of this page