শরিফুল ইসলাম-কালিহাতী, টাঙ্গাইল :
টাঙ্গাইলের কালিহাতীতে পুলিশের অভিযানে জুয়া খেলার সময় হাতেনাতে আটক করা হয়েছে ৮ জন জুয়াড়িকে। অভিযানে জুয়ার আসর থেকে নগদ ৬৭ হাজার ৫০০ টাকা, তাস ও কম্বলসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে জুয়া আইনে মামলা রুজু করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, গত বুধবার (১৭ জুলাই) রাতে কালিহাতী থানার এসআই মুহাম্মদ আছাদুজ্জামানের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স এলেঙ্গা পৌরসভার বলাই ঠাকুরের ছাপড়া ঘরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায়। অভিযানে দেখা যায়, বিদ্যুতের আলো জ্বালিয়ে একদল ব্যক্তি তাস ও নগদ টাকায় জুয়া খেলছে। পুলিশের উপস্থিতি টের পেয়ে জুয়াড়িরা দৌড়ে পালানোর চেষ্টা করে। এ সময় তাৎক্ষণিক অভিযান চালিয়ে ৮ জনকে আটক করে পুলিশ।
আটক ব্যক্তিরা হলেন আঃ আজিজ (৫২), পিতা-মৃত আজমত আলী, মশাজান মোঃ আনছের আলী (৬০), পিতা-মৃত মহর বেপারী, এলেঙ্গা সুমন বনিক (৪২), পিতা-মৃত নলনি, এলেঙ্গা মোঃ আমজাদ হোসেন (৬৭), পিতা-মৃত দুলু শেখ, বানিয়াবাড়ি অমূল্য চন্দ্র ঘোষ (৬৫), পিতা-মৃত সুবল চন্দ্র শেখ, এলেঙ্গা শ্যামল কুমার মালাকার (৫৫), পিতা-মৃত সুশীল মালাকার, এলেঙ্গা আব্দুল হালিম (৫৩), পিতা-মৃত ছাবেদ আলী, বাঁশি মোঃ হযরত আলী (৭৩), পিতা-মৃত পেয়ার আলী মন্ডল, পৌলি
অভিযানে পুলিশ তাদের কাছ থেকে ১টি বেগুনি রঙের পুরাতন পাতলা কম্বল, ৩ সেটে মোট ১৫৬টি তাস এবং মোট ৬৭,৫০০ টাকা জব্দ করে। প্রত্যেক আসামির নিকট থেকে আলাদাভাবে উল্লেখযোগ্য পরিমাণ নগদ টাকা উদ্ধার করা হয়।
এসময় উপস্থিত ছিলেন স্থানীয় দুই সাক্ষী—মাকসুদুল আলম রহিম (৪২), সাং-বাশী এবং ফরমান আলী (৫০), সাং-রাবনা বাইপাস। তাদের উপস্থিতিতে জব্দ তালিকা তৈরি করা হয় এবং আসামিরা জুয়া খেলার কথা স্বীকার করে।
পুলিশ জানায়, ধৃত আসামিরা প্রকাশ্য স্থানে জুয়া খেলে ১৮৬৭ সালের জুয়া আইনের ৪ ধারা লঙ্ঘন করেছে। তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
কালিহাতী থানার ওসি জানিয়েছেন, এলাকায় জুয়া ও মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।।
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৫You cannot copy content of this page