রফিকুজ্জামান সিজার-কুষ্টিয়া :
কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শাহ আজিজুর রহমান হলের পুকুর থেকে সাজিদ আব্দুল্লাহ (২২) নামের এক শিক্ষার্থীর লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৭ জুলাই) বিকেল ৬টা ২০ মিনিটে পুকুরের পানিতে লাশ ভেসে উঠলে বিষয়টি নজরে আসে ছাত্রদের।
প্রত্যক্ষদর্শীরা জানান, লাশ ভেসে ওঠা সাজিদ আব্দুল্লাহ ইসলামী বিশ্ববিদ্যালয়ের আল-কোরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগে তৃতীয় বর্ষে অধ্যয়নরত ছিলেন। পাশাপাশি তিনি শহীদ জিয়াউর রহমান হলের আবাসিক শিক্ষার্থী ছিলেন।
বিশ্ববিদ্যালয়ের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক ডা. শাহেদ জানায় লাশটি দেখে প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে যে, এটি কয়েক ঘণ্টা পানির নিচে ছিল। সে জীবিত নেই বলেই আমরা মনে করছি। তবে নিশ্চিত হওয়ার জন্য তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
এ বিষয়ে ইসলামী বিশ্ববিদ্যালয় থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী হাসান জানান, বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছ থেকে খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে যায় এবং লাশটি উদ্ধার করি। প্রাথমিকভাবে বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে নেওয়া হলেও সেখানকার চিকিৎসকেরা মৃত্যুর বিষয়টি নিশ্চিত করতে না পারায় তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়। চূড়ান্ত ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
এই ঘটনায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শোকের ছায়া নেমে এসেছে। মৃত্যুর কারণ নিশ্চিত না হওয়া পর্যন্ত প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী তদন্ত চালিয়ে যাচ্ছে।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।।
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৫You cannot copy content of this page