মোঃ জাহিদ হোসেন জিমু-গাইবান্ধা :
গাইবান্ধার ফুলছড়ি উপজেলার উড়িয়া ইউনিয়নের কাটাদ্বারা এলাকা সংলগ্ন ব্রহ্মপুত্র নদ থেকে অজ্ঞাত পরিচয়ের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৮ জুলাই) বিকেল ৪টার দিকে মরদেহটি নদীতে ভাসমান অবস্থায় দেখতে পান স্থানীয়রা। পরে তারা বিষয়টি ফুলছড়ি থানা পুলিশ ও ফায়ার সার্ভিসকে অবহিত করেন।
জানা গেছে, বুধবার (১৭ জুলাই) বিকেলে নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হন ওই যুবক। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, নদীতে নামার কিছুক্ষণ পরই তাকে আর খুঁজে পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, তিনি স্রোতের তোড়ে তলিয়ে গিয়ে মারা যান।
উদ্ধারকৃত যুবকের বয়স আনুমানিক ৩০ থেকে ৩৫ বছর। তার পরনে ছিল সাদা রঙের একটি টি-শার্ট, যেখানে বুকে লাল, সবুজ ও হলুদ রঙের হালকা দাগ রয়েছে, এছাড়া তার পরনে ছিল কালো রঙের প্যান্ট।
খবর পেয়ে ফুলছড়ি থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে গাইবান্ধা জেলা হাসপাতালের মর্গে পাঠায়।
এ বিষয়ে ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, মরদেহটি নদী থেকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এখনো তার পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়নি। মরদেহে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। প্রাথমিকভাবে এটি পানিতে ডুবে মৃত্যু বলেই ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্তের রিপোর্ট না পাওয়া পর্যন্ত নিশ্চিত কিছু বলা যাচ্ছে না।
তিনি আরও জানান, মরদেহের পরিচয় শনাক্তে পুলিশ চেষ্টা চালাচ্ছে। পাশাপাশি কেউ যদি মরদেহটির পরিচয় শনাক্ত করতে পারেন, তাহলে ফুলছড়ি থানায় যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।।
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৫You cannot copy content of this page