নিজস্ব প্রতিবেদক :
‘শিশু শহীদদের স্মরণে দেশব্যাপী সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জুলাই কেন্দ্রিক অনুষ্ঠান’ পালন উপলক্ষে মাঠ পর্যায়ের দপ্তরগুলোতে ১৬ কোটি ৩৯ লাখ ১৫ হাজার টাকা বরাদ্দ দিয়েছে সরকার। গতকাল বুধবার এই বরাদ্দ ও মঞ্জুরি আদেশ জারি করে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।
বরাদ্দ ও মঞ্জুরি আদেশে বলা হয়, সরকারি প্রাথমিক বিদ্যালয়সমূহে ‘শিশু শহীদদের স্মরণে দেশব্যাপী সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জুলাই কেন্দ্রিক অনুষ্ঠান’ পালন উপলক্ষে সর্বমোট ১৬ কোটি ৩৯ লাখ ১৫ হাজার টাকা বরাদ্দ ও মঞ্জুরি প্রদান করা হলো। সংশ্লিষ্ট দপ্তরের আয়ন-ব্যয়ন কর্মকর্তাগণকে উল্লিখিত অর্থ ব্যয় করার ক্ষমতা প্রদান করা হলো।
আরও বলা হয়, এ অর্থ হতে প্রাথমিক বিদ্যালয়সমূহে ‘শিশু শহীদদের স্মরণে দেশব্যাপী সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জুলাই কেন্দ্রিক অনুষ্ঠান’ পালন ব্যতীত অন্য কোনো উদ্দেশ্যে অর্থ ব্যয় করা যাবে না। যেকোনো প্রকার অনিয়মিত ব্যয়ের জন্য সংশ্লিষ্ট আয়ন-ব্যয়ন কর্মকর্তা ব্যক্তিগতভাবে দায়ী থাকবেন।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।।
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৫You cannot copy content of this page