গোপালগঞ্জ প্রতিনিধি :
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কর্মসূচিকে কেন্দ্র করে গোপালগঞ্জে বুধবারের (১৬ জুলাই) সংঘাতপূর্ণ পরিস্থিতি কিছুটা থিতিয়ে এসেছে। তবে শহরজুড়ে রয়ে গেছে সহিংসতার চিহ্ন।
শহরের প্রতিটি রাস্তায় ছড়িয়ে-ছিটিয়ে আছে ইট-পাটকেল। দেখা গেছে ভাঙা তোরণ, ছিঁড়ে ফেলা ব্যানার ও ফেস্টুনের ধ্বংসাবশেষ। জেলার বিভিন্ন সড়কে এখনো পড়ে আছে কাটা গাছের গুঁড়ি, যেগুলো দিয়ে আগের দিন ব্যারিকেড তৈরি করা হয়েছিল।
পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বুধবার রাত ৮টা থেকে গোপালগঞ্জে কারফিউ জারি করেছে স্থানীয় প্রশাসন। কারফিউ চলবে বৃহস্পতিবার (১৭ জুলাই) সন্ধ্যা ৬টা পর্যন্ত।
তবে কারফিউর মধ্যেও বৃহস্পতিবার সকালে শহরে যান চলাচল কিছুটা স্বাভাবিক দেখা গেছে। দোকানপাট অধিকাংশই বন্ধ থাকলেও লোকজন সীমিত পরিসরে চলাফেরা করছে।
গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির মোহাম্মদ সাজেদুর রহমান আজকের পত্রিকাকে জানান, বুধবার সন্ধ্যা থেকে এখন পর্যন্ত অন্তত ১৪ জনকে আটক করা হয়েছে।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।।
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৫You cannot copy content of this page