নাজমুল আলম মুন্না-সাতক্ষীরা :
সাতক্ষীরা জেলা গোয়েন্দা শাখা (ডিবি) কর্তৃক মাদকবিরোধী বিশেষ অভিযানে ৭০০ গ্রাম গাঁজা সহ এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোঃ নিজাম উদ্দীন মোল্যার নেতৃত্বে সাতক্ষীরা জেলার পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলামের দিক-নির্দেশনায় এসআই মোঃ সাখায়েতুল ইসলাম সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় ১৫ জুলাই রাত ৯:৪৫ মিনিটে মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে সাতক্ষীরা সদরের লাবসা ইউনিয়নের নলকুড়া গ্রামের কদমতলা বাজারের উত্তর মাথায় মোঃ আহাদ মোল্যার মেয়ে সাবিনা খাতুন (৪০) কে ৭০০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করেন।
পরবর্তীতে উল্লেখিত ঘটনায় সাতক্ষীরা থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলা নং ৪০ তারিখ ১৬/০৭/২৫।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।।
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৫You cannot copy content of this page