টাঙ্গাইল প্রতিনিধি :
দেশব্যাপী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও তারেক রহমানকে নিয়ে চলমান ধারাবাহিক কটূক্তি ও অবমাননাকর বক্তব্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার দুপুরে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) জেলা শাখার আয়োজনে একটি বিক্ষোভ মিছিল টাঙ্গাইল মেডিকেল কলেজ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করে।
পরে ক্যাম্পাসে এক প্রতিবাদ সমাবেশে অনুষ্ঠিত হয়।
ড্যাব জেলা শাখার সভাপতি ড. আব্দুল মতিনের সভাপতিত্বে এ প্রতিবাদ সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- জেলা বিএনপি’র সভাপতি হাসানুজ্জামিল শাহীন, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সৈয়দ হাবিবুল আলম শাতিল ও জেলা ছাত্রদলের সদস্য সচিব আব্দুল বাতেন।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।।
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৫You cannot copy content of this page