মুন্সীগঞ্জ প্রতিনিধি :
মাদক আইনের মামলায় ৪ মাদক কারবারিকে সশ্রম কারাদণ্ড প্রদান করেছে আদালত।
দণ্ডপ্রাপ্তরা হলো, মো. লিটন (৪১) সদর উপজেলার রমজানবেগ গ্রামের আব্দুল বাতেন মাষ্টারের ছেলে, নয়ন কাজী (২২) সদর উপজেলার শির মন্দির গ্রামের আলী আক্কাসের ছেলে, মো. পাবেল (২৪), সদর উপজেলার রমজানবেগ গ্রামের মৃত আরশেদ আলীর ছেলে এবং আল আমীন (২৩) সদর উপজেলার জোড় পুকুরপাড় গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে।
মঙ্গলবার জেলা চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট গাজী দেলোয়ার হোসেন এ রায় প্রদান করেন।
অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর এ্যাড, সুলতানা রোজিনা ইয়াসমিন রায়ের বিষয়টি নিশ্চিত করেন।
আদালত সূত্রে জানা যায়, এজাহার মোতাবেক ২০১৮ সালের ২১ অক্টোবর পুলিশ সদর উপজেলার মুন্সীরহাট এলাকায় আক্কাস আলীর বসত ঘরের সামনে থেকে ইয়াবাসহ তাদের গ্রেফতার করে।তাদের বিরুদ্ধে সদর থানায় মাদক আইনে মামলা করা হয়।
এ্যাড.সুলতানা রোজিনা ইয়াসমিন জানান, আসামী মো. লিটনকে ৫ বছর সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৬ মাসের কারাদণ্ড অপর ৩ আসামী নয়ন কাজী , মো. পাভেল এবং আল আমীন প্রত্যেককে ৩ বছর সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৬ মাসের কারাদণ্ড প্রদান করা হয়।আসামীরা পলাতক রয়েছে।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।।
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৫You cannot copy content of this page