হাবিবুল্লাহ বাহার-শ্যামনগর প্রতিনিধি :
শ্যামনগর উপজেলায় মঙ্গলবার সকালে বজ্রপাতে সুভাষ মন্ডল নামে এক মৎস্য ঘের কর্মচারীর মৃত্যু হয়েছে। উপজেলার চিংড়াখালী গ্রামে ঘেরে কাজ করার সময় আকষ্মিক বজ্রপাতে তার মৃত্যু হয়।
সুভাষ মন্ডল (৪৫) কালিগঞ্জ উপজেলার রতনপুর গ্রামের শিবপদ মন্ডলের পুত্র।
পরিবার ও ঘের মালিক আনছার উদ্দীন জানান, সুভাষ মন্ডল সকালে মৎস্য ঘেরে মাছ ধরার সময় বজ্রপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
শ্যামনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হুমায়ন কবির মোল্লা বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।।
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৫You cannot copy content of this page