এবি অপু-সিলেট ব্যুরো :
সিলেট সীমান্তে পৃথক অভিযানে প্রায় এক কোটি পাঁচ লাখ টাকা মূল্যের চোরাই মহিষ আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল রোববার ও আজ সোমবার বিজিবির জকিগঞ্জ ব্যাটালিয়ানের টহল দল এসব অভিযান পরিচালনা করে।
বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার জকিগঞ্জ ব্যাটালিয়ানের আওতাধীন গুয়াবাড়ি বিওপির একটি টহল দল জৈন্তাপুর উপজেলার ফেরিঘাট এলাকায় অভিযান চালায়। সীমান্ত শূন্যরেখা থেকে প্রায় দেড় কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে চালানো এই অভিযানে পরিত্যক্ত অবস্থায় ৪৫টি ভারতীয় মহিষ জব্দ করা হয়। এসব মহিষের বাজারমূল্য নির্ধারণ করা হয়েছে ৭৫ লাখ টাকা।
সোমবার জৈন্তাপুর বিওপির একটি টহলদল উপজেলার সারিঘাট এলাকায় অভিযান চালিয়ে আরও ২০টি ভারতীয় মহিষ জব্দ করে। যার আনুমানিক বাজারমূল্য ৩০ লাখ টাকা।
বিজিবি জানায়, দুটি অভিযানে মোট ৬৫টি ভারতীয় মহিষ জব্দ করা হয়, যার মোট বাজারমূল্য এক কোটি পাঁচ লাখ টাকা।
জকিগঞ্জ ব্যাটালিয়ানের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর মো. মঈনুল আলম জানান, সীমান্তে নিরাপত্তা জোরদার ও চোরাচালান রোধে বিজিবির গোয়েন্দা তৎপরতা এবং অভিযান আরও জোরদার করা হয়েছে। চোরাচালান রোধে বিজিবির অভিযান চলমান থাকবে।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।।
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৫You cannot copy content of this page