নিজস্ব প্রতিবেদক :
ড. মোহাম্মদ আখতার হোসেনকে বাংলাদেশ ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ হিসেবে ২ বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
কেন্দ্রীয় ব্যাংক থেকে জারি করা এক প্রজ্ঞাপনে বলা হয়, অধ্যাপক আখতার হোসেনকে ২০২৭ সালের ৩০ জুন পর্যন্ত বাংলাদেশ ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। গত ১ জুলাই থেকে তার চুক্তিভিত্তিক নিয়োগ কার্যকর হয়েছে।
এতে আরও বলা হয়, ১ জুলাই বাংলাদেশ ব্যাংকের সাথে স্বাক্ষরিত চুক্তিতে উল্লিখিত শর্তাবলি দ্বারা তিনি সব ধরনের সুবিধা গ্রহণ করবেন।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।।
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৫You cannot copy content of this page