নিজস্ব প্রতিবেদক :
সৌদি আরব বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক আরো জোরদার করতে ঘনিষ্ঠভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেছে।
বাংলাদেশে নবনিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ জাফর এইচ. বিন আবিয়াহ আজ বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এ আগ্রহ প্রকাশ করেন।
রাষ্ট্রদূত সাক্ষাৎ করতে এলে উপদেষ্টা তাকে উষ্ণ অভ্যর্থনা জানান এবং তার কার্যক্রমের প্রতি পূর্ণ সমর্থন ব্যক্ত করেন।
এসময় তৌহিদ হোসেন দুই ভ্রাতৃপ্রতিম দেশের মধ্যে বিদ্যমান চমৎকার দ্বিপক্ষীয় সম্পর্কে সন্তুষ্টি প্রকাশ করেন।
এছাড়াও সৌদির নতুন রাষ্ট্রদূত পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়ামের সঙ্গেও পৃথকভাবে সৌজন্য সাক্ষাৎ করেন।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।।
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৫You cannot copy content of this page