ধামইরহাট প্রতিনিধি :
নওগাঁর ধামইরহাট উপজেলা প্রশাসন ও উপজেলা পরিবার পরিকল্পনা দপ্তরের আয়োজনে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা বেদারুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইউএনও (ভারপ্রাপ্ত) মোছাঃ জেসমিন আক্তার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আশীষ কুমার সরকার।
প্রধান অতিথি জনসংখ্যা দিবসের গুরুত্ব তুলে ধরে বক্তব্য প্রদান করেন। আলোচনা শেষে শ্রেষ্ঠ কর্মী ও প্রতিষ্ঠানের মাঝে সনদ ও ক্রেস্ট প্রদান করা হয়। নির্বাচিত শ্রেষ্ঠ কর্মী জাহানপুর ইউনিয়ন পরিবার কল্যান সহকারি তানজিলা আক্তার, ধামইরহাট মডেল ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্রের পরিবার কল্যান পরিদর্শিকা সাথী সিদ্দিকা, জাহানপুর ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শিক সাদ্দাম হোসেন, ধামইরহাট মডেল ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্রের উপ সহকারি কমিউনিটি মেডিকেল অফিসার আয়েশা সিদ্দিকা এবং শ্রেষ্ঠ প্রতিষ্ঠান হিসেবে ধামইরহাট মডেল ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্র এবং জাহানপুর ইউনিয়ন পরিষদকে পুরুস্কৃত করা হয়।
এসময় বক্তারা জনসংখ্যা দিবসের গুরুত্ব তুলে ধরে আলোকপাত করেন।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।।
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৫You cannot copy content of this page