রায়হান শেখ-মোল্লাহাট :
বাগেরহাটের মোল্লাহাটে খুলনাগামী রূপসী পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে। সোমবার (১৪ জুলাই) বেলা ১১টা ৩০ মিনিটের দিকে ঢাকা-খুলনা জয়ডিহি ও মাদ্রাসাঘাট এলাকার মাঝামাঝি এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, বাসটি মাদারীপুর থেকে খুলনার উদ্দেশ্যে সকাল ১০টা ২২ মিনিটে যাত্রা শুরু করে। যাত্রার প্রায় ১ ঘণ্টা ২০ মিনিট পর চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন এবং বাসটি মহাসড়কের পাশে খাদে পড়ে যায়।
খবর পেয়ে ঘটনাস্থলে, পৌঁছায় মাদ্রাসাঘাট হাইওয়ে পুলিশ, ও মোল্লাহাট ফায়ার সার্ভিস ইউনিট। তাঁরা দ্রুত উদ্ধার কার্যক্রম শুরু করে বাসের ভেতরে থাকা যাত্রীদের নিরাপদে বের করে আনেন।
প্রাথমিকভাবে জানা গেছে, এই দুর্ঘটনায় অন্তত ২০ থেকে ৩০ জন যাত্রী আহত হয়েছেন। তাঁদের মধ্যে বেশ কয়েকজন মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে,এবং ফকিরহাট উপজেলা হাসপাতালে পাঠানো হয়েছে। এখনো পর্যন্ত কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি। তবে বাসটি,ক্রেনের মাধ্যমে উপরে তুলে আনলে বাসের ভিতর কোন আহত বা নিহত কাউকে পাওয়া যায়নি।
দুর্ঘটনার পর ঘটনাস্থলে উপস্থিত ছিলেন ফায়ার সার্ভিসের টিম লিডার শরীফ ও হাইওয়ে পুলিশের ইনচার্জ। তাঁরা জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে তাঁরা দ্রুত উদ্ধার তৎপরতা শুরু করেন।
ফায়ার সার্ভিসের একজন কর্মকর্তা বলেন,
“আমাদের টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যাত্রীদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছে। বাসটি এখনো খাদে রয়েছে, ভারী যন্ত্রপাতির সাহায্যে সেটি তোলার চেষ্টা চলছে।”
হাইওয়ে পুলিশের ইনচার্জ জানান,
“চালকের অসাবধানতা বা ব্রেকফেলের কারণে দুর্ঘটনাটি ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ঘটনার বিস্তারিত অনুসন্ধান চলছে
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।।
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৫You cannot copy content of this page