মনিরুজ্জামান মনির :
মৌলভীবাজার জেলা পুলিশ শ্রীমঙ্গল উপজেলার কাকিয়াছড়া চা বাগানে ১৯ বছর বয়সী কলেজছাত্র ও ওয়াইফাই অপারেটর হৃদয় আহমেদ ইয়াছিনের রহস্যজনক হত্যাকাণ্ডের তদন্ত সম্পন্ন করে দুই আসামিকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলো, মোঃ কাজল মিয়া (২০) টমটম চালক ও মোঃ সিরাজুল ইসলাম (২১) বাদাম বিক্রেতা, যারা মাদকাসক্ত এবং হৃদয়ের সাথে আর্থিক বিরোধে জড়িত ছিল।
ঘটনার সংক্ষিপ্ত পটভূমি: হৃদয় আহমেদ ইয়াছিন কমলগঞ্জ সরকারি কলেজের একাদশ শ্রেণির ছাত্র এবং শ্রীমঙ্গলের একটি ওয়াইফাই ফার্মে চাকরি করতেন। অনলাইন জুয়ায় আসক্ত হয়ে তিনি কাজলের কাছ থেকে ২২ হাজার টাকা ধার নেন, যা ফেরত না দেওয়ায় বিরোধ তীব্র হয়। ৬ জুলাই রাত ১১টায় কাজল ও সিরাজ তাকে চা বাগানে ডেকে এনে গামছা দিয়ে শ্বাসরোধ করে হত্যা করে এবং বেল্ট দিয়ে গাছের সাথে বেঁধে রেখে আত্মহত্যার ভান তৈরি করে।
তদন্তের উল্লেখযোগ্য দিক:
★ পুলিশ সিসিটিভি ফুটেজ ও গোপন সূত্রের ভিত্তিতে ব্রাহ্মণবাড়িয়ায় অভিযান চালিয়ে আসামিদের গ্রেফতার করে।
★ হত্যার সময় ব্যবহৃত গামছা, স্কুল ব্যাগ, মোবাইল ফোন ও মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।
★ আসামিরা স্বীকারোক্তিতে জানায়, হৃদয়ের মোবাইল মাত্র ২৫০ টাকায় বিক্রি করে তারা পালিয়েছিল।
আইনি প্রক্রিয়া: গ্রেফতারকৃতদের *১৪ জুলাই আদালতে সোপর্দ করা হয়েছে। মামলাটি শ্রীমঙ্গল থানায় ধারা ৩০২/২০১/৩৪-এ নথিভুক্ত করা হয়েছে।
পরিবারের প্রতিক্রিয়া: হৃদয়ের মা হাসিনা বেগম পরিবারের *একমাত্র সন্তানের* মৃত্যুতে মুহ্যমান হয়ে ন্যায়বিচার চেয়েছেন।
শেষ কথা: জেলা পুলিশ সুপার এম. কে. এইচ জাহাঙ্গীর হোসেন সংবাদ সম্মেলনে তদন্তের সাফল্য তুলে ধরে বলেন, "মাদক ও আর্থিক অপরাধের জটিলতা যুবসমাজকে ধ্বংস করছে। এই ঘটনা তারই প্রতিফলন"।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।।
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৫You cannot copy content of this page