মেহেরপুর প্রতিনিধি :
“জুলাই শহিদ স্মৃতি স্তম্ভ” নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে।
সোমবার সকাল ১০ টার দিকে মেহেরপুর সরকারি কলেজ মোড়ে স্মৃতিস্তম্ভের নির্মাণ কাজের নামফলক উন্মোচন করেন জেলা প্রশাসক সিফাত মেহনাজ।
উদ্বোধন অনুষ্ঠানে বক্তারা বলেন, স্মৃতি সংরক্ষণ ও ভবিষ্যৎ প্রজন্মকে ইতিহাস সম্পর্কে সচেতনতার লক্ষ্যে নির্মাণ হচ্ছে এই স্মৃতি স্তম্ভ।
এসময় উপস্থিত ছিলেন, মেহেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. নজরুল কবীর, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী এস এম রফিকুল হাসান, সিভিল সার্জন ডা. এস এম আবু সাঈদ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ, জেলা বিএনপির সদস্য সচিব অ্যাড. কামরুল হাসান, জেলা জামায়াতের সেক্রেটারি কাজী রুহুল আমিন, অতিরিক্ত পুলিশ সুপার জামিনুর রহমান, এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী শাখাওয়াত হোসেন, বৈষম্যবিরোধী ছাত্র প্রতিনিধি খন্দকার মুইজ উদ্দিনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী, রাজনৈতিক নেতৃবৃন্দ।
জানা যায়, প্রায় ১৪ লক্ষ টাকা ব্যায়ে গণপূর্ত বিভাগ জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ নির্মাণ করবে।
উদ্বোধন শেষে দোয়া মোনাজাত করা হয়।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।।
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৫You cannot copy content of this page