জহুরুল ইসলাম জপি-শেরপুর :
“পরিকল্পিত বনায়ন করি, সবুজ বাংলাদেশ গড়ি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের ন্যায় শেরপুরেও শুরু হয়েছে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা ২০২৫।
আজ রবিবার (১৩ জুলাই ২০২৫) সকাল ১১টা ৩০ মিনিটে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করা হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার উদ্বোধন করেন শেরপুর জেলার সম্মানিত জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন:
মোঃ আমিনুল ইসলাম সুপার শেরপুর,
এডভোকেট সিরাজুল ইসলাম, আহ্বায়ক, শেরপুর জেলা বিএনপি
মামুনুর রশিদ পলাশ, সদস্য সচিব, জেলা বিএনপি
হাফিজা জেসমিন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক শেরপুর, মোঃ আব্দুল বাতেন সাবেক নেতা জামাতে ইসলামী শেরপুর,
আওয়াল চৌধুরী, সাবেক যুগ্ম আহ্বায়ক, জেলা বিএনপি
কাকন রেজা, সভাপতি (একাংশ), শেরপুর প্রেসক্লাব
মোঃ শহিদুল ইসলাম, সভাপতি
(অন্য অংশ), শেরপুর প্রেসক্লাব
এতে সভাপতিত্ব করেন কাজী মোঃ নুরুল কবির বিভাগীয় বন কর্মকর্তা ময়মনসিংহ,
বক্তারা তাঁদের বক্তব্যে গাছের গুরুত্ব, পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের অপরিহার্যতা ও জনসচেতনতা বৃদ্ধির উপর গুরুত্বারোপ করেন।
তাঁরা বলেন, “গাছ শুধু আমাদের সৌন্দর্যই বৃদ্ধি করে না, বরং পরিবেশের ভারসাম্য রক্ষা, অক্সিজেন সরবরাহ, জলবায়ু পরিবর্তন মোকাবিলা এবং জীববৈচিত্র্য সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। গাছ না থাকলে পৃথিবীতে মানুষের টিকে থাকাই কঠিন হয়ে পড়বে।”
বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলায় বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা প্রদর্শন ও বিক্রয়ের ব্যবস্থা রাখা হয়েছে। জেলার বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান ও পরিবেশবাদী সংগঠন অংশগ্রহণ করে তাদের পরিবেশবান্ধব উদ্যোগ তুলে ধরেছে।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।।
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৫You cannot copy content of this page