সৌরভ শীল অপু :
খুলনায় কোস্ট গার্ড ও নৌবাহিনী যৌথ অভিযানে ইয়াবা ও বিদেশী অস্ত্র, গুলিসহ মোঃ নাজিম উদ্দিন খান ওরফে বেলাল (৪২) নামে একজনকে আটক করেছে।
শনিবার দিবাগত রাত ১০টার দিকে নগরীর সোনাডাঙ্গা থানাধীন মজিদ সরণীর হোটেল জেড এন প্যালেসে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়। আটক নাজিম উদ্দিন সোনাডাঙ্গা থানা এলাকার ছোট বয়রা (পার্ট-১) (বাড়ী নং-১৮৩, বয়রা মেইন রোডের মৃত কামরুদ্দিন খানের ছেলে।
অভিযানে অংশ নেওয়া যৌথবাহিনীর সদস্যরা নাম প্রকাশ না করে জানান, নাজিম উদ্দিনের কাছ থেকে একটি বিদেশি পিস্তল,ইয়াবা ৪৭৬ পিছ,পিস্তলের গুলি -৫ রাউন্ড, পিস্তলে একটি ম্যাগাজিন জব্দ করা হয়েছে। রবিবার প্রেসবিফ্রিংয়ে বিস্তরিত জানানো হবে। আটককৃত আসামীকে সোনাডাঙা থানায় হস্তান্তর ও পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।।
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৫You cannot copy content of this page