ইনছান আলী-ঝিনাইদহ :
দল পুনর্গঠনের অংশ হিসেবে ঝিনাইদহ জেলায় বিএনপি শুরু করেছে সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহের এক ঐতিহাসিক কর্মসূচি। জেলার ৬৭টি ইউনিয়ন ও ৬টি পৌরসভার ৫৪টি ওয়ার্ডে দুই লাখ ১৭ হাজার ৮০০ নতুন সদস্য সংগ্রহের নির্ধারিত লক্ষ্যমাত্রা নিয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে এই কর্মসূচি।
শনিবার সকালে ঝিনাইদহ শহরের একটি রেস্টুরেন্টে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের শতাধিক নেতা-কর্মী। অনুষ্ঠানের উদ্বোধন করেন কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ও সাবেক কেন্দ্রীয় নেতা শেখ আব্দুল হালিম খোকন।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক বাবু জয়ন্ত কুমার কুন্ডু। সভাপতিত্ব করেন ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম. এ. মজিদ।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনার সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির নেতা আমিরুজ্জামান খান শিমুল, মীর রবিউল ইসলাম লাভলু, সাইফুল ইসলাম ফিরোজ, আবু সাইদ এবং তারেকুজ্জামান তারেক।
নেতারা জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের নির্দেশে সারাদেশে এই সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচি চালু হয়েছে। এর মাধ্যমে বিএনপিকে তৃণমূলে আরও সংগঠিত ও গতিশীল করে তোলা হবে। একই সঙ্গে নেতারা সতর্ক করেন, নতুন সদস্য সংগ্রহের এই কর্মসূচির ভেতরে যেন আওয়ামী লীগপন্থী লোকজন অনুপ্রবেশ না করতে পারে, সে বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে।
তৃণমূল নেতাকর্মীরা অনুষ্ঠানে ক্ষোভ প্রকাশ করে বলেন, দীর্ঘদিন ধরে আন্দোলন-সংগ্রামে লড়াই করে যাওয়া নেতাকর্মীরা আজ কোণঠাসা। ৫ আগস্টের পর যারা হঠাৎ সক্রিয় হয়েছেন, তাদেরই প্রাধান্য দেওয়া হচ্ছে। এতে দলের মূল ধারার নেতাদের হতাশা বাড়ছে।
বক্তারা আরও অভিযোগ করেন, জেলা ও উপজেলার কিছু নেতার ছত্রচ্ছায়ায় আওয়ামী লীগের লোকজনও সুবিধা নিচ্ছে, যা দলের জন্য ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে। এসব অপতৎপরতা বন্ধ করে পরীক্ষিত ও নিবেদিত নেতাকর্মীদের এগিয়ে আসার সুযোগ দিতে হবে।
জেলা সভাপতি অ্যাডভোকেট এম. এ. মজিদ জানান, প্রতিটি ইউনিয়নে ১,৮০০ করে এবং ৬টি পৌরসভার ওয়ার্ডে মোট ৯৭ হাজার ২০০ জন নতুন সদস্য সংগ্রহের পরিকল্পনা রয়েছে। তিনি বলেন, “এই কর্মসূচি আমাদের সাংগঠনিক শক্তিকে বহুগুণে বাড়িয়ে তুলবে। তৃণমূলের রক্ত-ঘামে গড়া নেতাকর্মীদের দিয়েই বিএনপিকে নবজাগরণে পৌঁছে দেওয়া হবে।”
তৃণমূল থেকে ঢাকায় গড়িয়ে উঠছে বিএনপির প্রত্যাবর্তনের ঢেউ। এই সদস্য সংগ্রহ কর্মসূচি তারই ভিত্তি গড়ছে, যার মাধ্যমে ঝিনাইদহসহ সারাদেশে দলীয় শৃঙ্খলা ও নেতৃত্বের নবযাত্রা শুরু হবে—এমনই প্রত্যাশা বিএনপির নেতাকর্মীদের।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।।
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৫You cannot copy content of this page