রায়হান শেখ-মোল্লাহাট :
বাগেরহাটের মোল্লাহাট উপজেলায় ১১/ ৭ /২০২৫ ইং ( শুক্রবার) বাংলাদেশ জামায়াতে ইসলামী পেশাজীবী শাখা মোল্লাহাট সদর কমিটি গঠন কার্য অনুষ্ঠিত হয়। উক্ত কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়, হাফেজ মোঃ হেদায়েতুল্লাহ। এবং সেক্রেটারি হিসেবে নির্বাচিত হয়, শেখ ইয়াসিন।
উক্ত কমিটি গঠন ও মতবিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব এডভোকেট মোস্তাইন বিল্লাহ,জয়েন সেক্রেটারি বাংলাদেশ জামায়াতে ইসলামী বাগেরহাট জেলা শাখা। এছাড়া আরো উপস্থিত ছিলেন মোল্লাহাট উপজেলা থানা আমির মোঃ হাসমত আলী সরদার, থানা নায়েবে আমি মোঃ আব্দুস সবুর। এবং থানা সেক্রেটারি হাফেজ হেদায়েত উল্লাহ সহ অন্যান্য নেতাকর্মীবৃন্দ।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।।
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৫You cannot copy content of this page