ধামইরহাট প্রতিনিধি :
নওগাঁর ধামইরহাটে নারী জনপ্রতিনিধিদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
স্থানীয় সরকার ব্যবস্থায় নারী জনপ্রতিনিধিদের সক্রিয় অংশগ্রহন ও অর্থবহ ভূমিকা নিশ্চিত করা টেকসই উন্নয়ন ও সুশাসনের জন্য অপরিহার্য। নারী উন্নয়ন ফোরামগুলোকে পুনরুজ্জীবিতকরণ একটি সময়োপযোগী উদ্যোগ যার মাধ্যমে নারী নেতৃত্বকে আরও কার্যকরভাবে স্থানীয় সরকার ব্যবস্থায় যুক্ত করা সম্ভব হবে।
সেই উদ্দেশ্যকে সামনে রেখে অদ্য ৯ জুলাই ২০২৫, ধামইরহাট উপজেলা প্রশাসন ও ইকো-সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও)-এর আয়োজনে এবং সুইজারল্যান্ড, ওয়াটারএইড বাংলাদেশ ও সুইসকন্টাক্ট বাংলাদেশের সহযোগিতায় গোফরইমপ্যাক্ট প্রকল্পের আওতায় স্থানীয় সরকারের নির্বাচিত নারী জনপ্রতিনিধিদের নিয়ে এক মতবিনিময় (অর্ধ-বার্ষিক) সভা অনুষ্ঠিত হয়।
খোন্দকার মাক্কামাম মাহমুদা, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোছাঃ জেসমিন আক্তার, উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত), ধামইরহাট এবং বিশেষ অতিথি হিসেবে ছিলেন ইসকিতা আফরিন, উপজেলা তথ্য সেবা কর্মকর্তা, এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলার সকল ইউনিয়নের নির্বাচিত নারী জনপ্রতিনিধিগণ, সাংবাদিকবৃন্দ ও ইএসডিও’র কর্মীবৃন্দ।
আলোচনায় উঠে আসে- নারীর ক্ষমতায়নের জন্য নারী অধিকার নিশ্চিতকরণ এবং তৃণমূল পর্যায়ে নারীদের উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা, নারী উন্নয়ন ফোরামকে সক্রিয়করণ, আইন ও বিধিমালা অনুযায়ী নারী জনপ্রতিনিধিদের দায়িত্ব পালনের কৌশল, স্থানীয় সরকার প্রতিষ্ঠানে পরিকল্পনা ও বাজেট প্রণয়নে নারীদের অংশগ্রহণ, মাদক প্রতিরোধ, যৌতুক ও বাল্যবিবাহ নিরসনে নারী প্রতিনিধিদের সক্রিয় ভূমিকা, যেকোনো উন্নয়নমূলক প্রকল্পের প্রায় ২৫% কাজ নারীদের বাস্তবায়ন করার অধিকার নিশ্চিতকরণ, সমন্বিত পানি সম্পদ ব্যবস্থাপনা ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনায় মাঠ পর্যায়ে নারীদের কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করতে সচেতনতামূলক ক্যাম্পেইনের প্রয়োজনীয়তা।
সভায় অন্যান্য বক্তারা নির্বাচিত নারী জন প্রতিনিধিদের ক্ষমতায়ন, দক্ষতা উন্নয়ন, স্বচ্ছতা, জবাবদিহিতা এবং টেকসই উন্নয়নের লক্ষে নারীদের অগ্রণী ভূমিকার উপর গুরুত্বারোপ করেন।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।।
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৫You cannot copy content of this page