মনিরুজ্জামান মনির
মৌলভীবাজার জেলা গোয়েন্দা শাখার (ডিবি) এক নাটকীয় অভিযানে প্রায় *৫০ লাখ টাকা* মূল্যের ভারতীয় চোরাই প্রসাধনী সামগ্রী উদ্ধার করা হয়েছে। অভিযানের সময় *সুনামগঞ্জের গোলাম কিবরিয়া (সুলতান)* ও *কক্সবাজারের মোঃ মনির হোসাইন* নামে দুই চোরাকারবারিকে গ্রেফতার করা হয় ।
*ঘটনার বিবরণ:* গোপন সংবাদের ভিত্তিতে *মঙ্গলবার (৮ জুলাই)* সকালে মৌলভীবাজার সদরের সাধুহাটি এলাকায় ডিবি পুলিশ একটি চেকপোস্ট স্থাপন করে। এসময় একটি সন্দেহজনক রেফ্রিজারেটর ভ্যানকে থামাতে সিগন্যাল দিলে ড্রাইভার পালানোর চেষ্টা করে। পুলিশের দ্রুত ধাওয়ায় গাড়িটি আটক করা হয়। তল্লাশিতে *১৬,১৬৪টি ফেস ক্রিম* ও *১৯২টি ফেসওয়াশ* উদ্ধার করা হয়, যার বাজারমূল্য প্রায় *৪৯.৭৭ লাখ টাকা* ।
*গ্রেফতারকৃতদের স্বীকারোক্তি:জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ **সুদীপ্ত শেখর ভট্টাচার্য* জানান, আটককৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে যে তারা সিলেট সীমান্ত থেকে এসব পণ্য সংগ্রহ করে ঢাকায় পাচারের চেষ্টা করছিল। তাদের বিরুদ্ধে *বিশেষ ক্ষমতা আইনে* মামলা দায়ের করা হয়েছে ।
*পুলিশের সতর্কবার্তা:* এ ঘটনায় পুলিশ সুপার *এম.কে.এইচ. জাহাঙ্গীর হোসেন* সতর্ক করে দিয়ে বলেন, "চোরাচালান ও অবৈধ পণ্য বিক্রির সাথে জড়িত কেউই রেহাই পাবে না। আমরা কঠোরভাবে এ ধরনের কর্মকাণ্ড প্রতিরোধ করব" ।
*অভিযানের সাফল্য:* এটি গত কয়েক মাসে মৌলভীবাজার ডিবির আরও একটি সফল অভিযান। এর আগে তারা বিকাশ প্রতারক চক্র ও মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে বড় ধরনের অভিযান চালিয়েছিল ।
*শেষ লাইন:* চোরাই পণ্যের এই ধারা আবিষ্কার মৌলভীবাজার পুলিশের সক্রিয় তদারকির আবার সাফল্য। স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষ অভিযানের এই সাফল্যে সন্তোষ প্রকাশ করেছেন।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।।
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৫You cannot copy content of this page