অনলাইন ডেস্ক :
ভারতীয় বিমানবাহিনীর এক যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে একজন নিহত হয়েছেন। নিহত ব্যক্তি জাগুয়ার নামক যুদ্ধবিমানটির পাইলট ছিলেন। ভারতের রাজস্থান রাজ্যের চুরুতে স্থানীয় সময় আজ বুধবার দুপুর ১টা ২৫ মিনিটে যুদ্ধবিমানটি বিধ্বস্ত হয়। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, রাজস্থানের চুরু জেলায় ভানোদা গ্রামের কাছে একটি জাগুয়ার যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে পাইলট নিহত হয়েছেন। খবর পাওয়া গেছে, এতে আহত হয়েছেন সাধারণ দুই নাগরিক।
প্রতিরক্ষা সূত্রগুলো ভারতীয় সংবাদ সংস্থা এএনআইকে জানিয়েছে, এই যুদ্ধবিমানটি ছিল টুইন-সিটার বা দুজন পাইলট বসার জায়গা আছে এই বিমানটিতে। তবে দ্বিতীয় পাইলটের অবস্থা এখনো নিশ্চিত করা যায়নি। ভারতীয় বিমানবাহিনী দুর্ঘটনাস্থলে উদ্ধার তৎপরতা চালাতে হেলিকপ্টার পাঠিয়েছে।
আজ দুর্ঘটনার শিকার এই যুদ্ধবিমানটি রাজস্থানের সুরাতগড় বিমানবাহিনী ঘাঁটি থেকে উড্ডয়ন করেছিল। এ নিয়ে চলতি বছর এটি তৃতীয় জাগুয়ার যুদ্ধবিমান দুর্ঘটনার কবলে পড়ল। প্রথমটি হয়েছিল হরিয়ানার পঞ্চকুলায়, গত ৭ মার্চ এবং দ্বিতীয়টি গুজরাটের জামনগরের কাছে, গত ২ এপ্রিল।
জাগুয়ার মূলত দুই ইঞ্জিন বিশিষ্ট ফাইটার-বোম্বার। এটি সিঙ্গেল এবং টুইন-সিট দুই ধরনের ভ্যারিয়েন্টেই পাওয়া যায়। যদিও এগুলো অনেক পুরোনো মডেলের, তবে ভারতীয় বিমানবাহিনী এই যুদ্ধবিমানগুলোকে বহুবার আধুনিকায়ন করেছে এবং এখনো ব্যাপকভাবে ব্যবহার করে থাকে। ভারতে প্রায় ১২০টি জাগুয়ার জেট আছে, যা ছয়টি স্কোয়াড্রনে বিভক্ত।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।।
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৫You cannot copy content of this page