নিজস্ব প্রতিবেদক :
হাওরের মানুষের স্বাস্থ্য সুরক্ষায় ভাসমান হাসপাতাল স্থাপন করা যায় কিনা এ বিষয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সাথে আলোচনা করা হয়েছে বলে জানিয়েছেন পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
উপদেষ্টা আজ ঢাকা রিপোর্টার্স ইউনিটির শফিকুল কবির মিলনায়তনে 'হাওরের সংকট ও সম্ভাবনা' শীর্ষক এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
তিনি বলেন, আমরা চিন্তা ভাবনা করছি কিভাবে হাওরে ভাসমান হাসপাতালের মাধ্যমে মানুষকে চিকিৎসা সেবা দেয়া যায়।
বিশেষ করে জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ডের মাধ্যমে আমরা হাওরে ভাসমান হাসপাতাল করার চিন্তা করছি বলেও উল্লেখ করেন তিনি।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।।
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৫You cannot copy content of this page