আশরাফুল আলম সরকার :
গাজীপুর জেলার শ্রীপুর থানার জৈনা বাজারের পশ্চিম পাশে ধনুয়া গ্রামের হাজী মার্কেট এলাকায় হাজী প্রি-ক্যাডেট স্কুলের অষ্টম শ্রেণীর ছাত্র ফেরদৌস (১৪) স্কুল ছুটির পর গেটে আসলে, বহিরাগত একদল ব্যক্তি স্কুল প্রাঙ্গণে প্রবেশ করে অস্ত্র ঠেকিয়ে অপহরণের চেষ্টা ও হামলা চালায়।
মঙ্গলবার বিকাল ৪ টায় জৈনা বাজারের পশ্চিম পাশে ধনুয়া গ্রামের হাজী মার্কেট এলাকায় হাজী প্রি-ক্যাডেট স্কুলের সামনে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী ছাত্র ফেরদৌস আহমেদ ধনুয়া হাজী মার্কেট এলাকার "হাজী প্রি-ক্যাডেট স্কুল"-এর অষ্টম শ্রেণির শিক্ষার্থী।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা গেছে, ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি কাউসার আহমেদের নেতৃত্বে বহিরাগত একদল ব্যক্তিরা স্কুলের ভেতরে প্রবেশ করে অস্ত্র ঠেকিয়ে মোঃ ফেরদৌসকে জোরপূর্বক তুলে নিয়ে যায়।
এক ঘন্টা পর উদ্ধার ফেরদৌসকে উদ্ধার করে এবং তাৎক্ষণিকভাবে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে চিকিৎসার ব্যবস্থা করে তার পরিবার। এলাকাবাসীর দাবি, ঘটনার সাথে জড়িতদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হোক।
এ বিষয়ে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহম্মদ আব্দুল বারিক জানান, এ ঘটনায় এক জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। ভুক্তভোগী অভিযোগ দিলে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।।
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৫You cannot copy content of this page