নিজস্ব প্রতিবেদক :
গত তিন জাতীয় সংসদ নির্বাচন ‘অবাধ ও সুষ্ঠু’ বলে বৈধতা দিয়েছে এমন বিদেশি পর্যবেক্ষক সংস্থাকে আগামী সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করার সুযোগ দিতে চায় না নির্বাচন কমিশন (ইসি)। আজ মঙ্গলবার আগারগাঁওয়ের নির্বাচন ভবনে বাংলাদেশে নিযুক্ত কানাডার হাইকমিশনার অজিত সিং-এর সঙ্গে বৈঠকের পর প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন এসব কথা বলেন।
সিইসি আরও বলেন, ‘আমরা এরই মধ্যে ইউরোপীয় ইউনিয়নকে নির্বাচন পর্যবেক্ষণ করার জন্য চিঠি দিয়েছি। আগামী নির্বাচনে অনেক বিদেশি পর্যবেক্ষক আসবে, যাদের অতীতে নির্বাচন পর্যবেক্ষণ করার অভিজ্ঞতা রয়েছে। তবে গত তিন নির্বাচন ভালো হয়েছে বলে যেসব বিদেশি পর্যবেক্ষক সার্টিফিকেট দিয়েছে তাদের আমরা নেব না।’
সিইসি বলেন, ‘তারা নির্বাচনের জন্য প্রস্তুতি জানতে চেয়েছে। আমরা প্রস্তুতি জানিয়েছি। ভোটারদের মধ্যে সচেতনতা বাড়াতে উদ্যোগের বিষয়ে তাদের জানানো হয়েছে। বিভিন্ন ধরনের প্রশিক্ষণের বিষয়ে জানানো হয়েছে। অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন হবে আশা তাদের।
কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) অপব্যবহার নিয়ে কথা হয়েছে বলে জানিয়ে সিইসি বলেন, ‘তারা এসব ইস্যু নিয়ে আমাদের সাজেশন দেবেন তারা।’
সুষ্ঠু নির্বাচন আয়োজনে বর্তমান নির্বাচন কমিশনের উদ্যোগের কথা শুনে কানাডা সন্তুষ্টি প্রকাশ করেছে বলে জানান সিইসি। তিনি বলেন, কানাডা আমাদের সহযোগিতা করবে।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।।
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৫You cannot copy content of this page