নিজস্ব প্রতিবেদক :
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২২-২৩ শিক্ষাবর্ষের ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী আহসান খান মতিষ্কে রক্তক্ষরণজনিত কারণে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন।
তিনি সোমবার রাত ৯টা ৪০ মিনিটে রাজধানীর একটি হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আহসান খান শেখ মুজিবুর রহমান হলের জুলাই শহীদ স্মৃতি ভবনের ৯০০৩ নম্বর কক্ষের আবাসিক শিক্ষার্থী ছিলেন।
মেধাবী এই শিক্ষার্থীকে নরসিংদীর পলাশ উপজেলার পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। আহসান খানের মৃত্যুতে ঢাকা বিশ্ববিদ্যালয় পরিবার গভীর শোক প্রকাশ করেছে।
মরহুমের রুহের মাগফিরাত কামনায় মঙ্গলবার বাদ এশা শেখ মুজিবুর রহমান হলের মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। এছাড়া বুধবার বাদ আসর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ মসজিদুল জামিআ’য় আরেকটি দোয়া মাহফিলের আয়োজন করা হবে।
প্রয়াত শিক্ষার্থীর স্মরণে ইসলামিক স্টাডিজ বিভাগে শোক মঙ্গলবার পালন করা হবে এবং বিভাগের সকল ক্লাস স্থগিত থাকবে।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।।
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৫You cannot copy content of this page