রায়হান শেখ-মোল্লাহাট, বাগেরহাট :
বাগেরহাটের মোল্লাহাট দু'দিনের বর্ষায় ভোগান্তিতে সাধারণ মানুষ।
পশ্চিম বঙ্গে ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ অবস্থান করেছে।এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগরে বায়ু চাপের আধিক্য বিরাজ করছে এবং উত্তর বঙ্গোপসাগরে বায়ু চাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে এবং উত্তর বঙ্গোপসাগর, বাংলাদেশের উপকূলীয় এলাকারও সমুদ্র বন্দর সমূহের উপর দিয়ে দমকা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছেন আবহাওয়া অফিস।
চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দর সমূহকে ০৩ নম্বর পুনঃ ০৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও চলার সমূহ কে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।।
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৫You cannot copy content of this page