আবু সালেক ভূইয়া :
আহারে গাজার মায়ের শিশু, কচিকাঁচা যত প্রান আমার আদরের সন্তানেরা। এ করুন পৃথিবীর নিষ্ঠুর দুয়ার হতেই ফিরে গেলি?
মসজিদুল আকসায় নামাজ আদায় হলো না তোদের ললাটে।যে ললাটে লেখা শুধু আল্লাহ আকবর, আল্লাহ আকবর। ওই বর্বর পাষান্ড ইসরায়েলের বুলেটে ঝাজরা হল বুকের পাজর, লুটিয়ে পরল মানবতা ঐ মরুউদ্যানে আমার হৃদয়ভরা শুধুকষ্ট।
আমার আদরের বাচ্চারা মহান আল্লাহর কাছে ফিরে যা, আল্লাহ তাআলা দয়াময় বেহেস্তের সকল দুয়ার খুলে রেখেছেন তোদের তরে। আজ তোরা শহীদ, তোরা নিষ্পাপ, তোরা আল্লাহর মেহমান।
বেহেস্তের ফেরেশতারা এসো ওদের কোলে তুলে নাও জলদি, জান্নাতুল ফেরদৌসের ফুল বাগানে ওদের দিও ঠাই। ওরা রইবে অনন্তকাল ওই ফুলকলি বেহেস্তের কাননে।
হে মহান আল্লাহ তায়ালা ওদের দয়া করুন,, ওদের তরে খুলে রাখুন বেহেস্তের শহীদি দরজা গুলো, ওরা আসছে দলে দলে রক্তাক্ত নিস্প্রাণ দেহে।লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।।
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৫You cannot copy content of this page