রফিকুজ্জামান সিজার-কুষ্টিয়া :
কুষ্টিয়ার খোকসায় রবিবার (০৬ জুলাই ) বিকাল ৪.৩০ টায় ধোকড়াকোল মাধ্যমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে, ধোকড়াকোল স্পোর্টিং ক্লাব কতৃক আয়োজিত " মরহুম জালাল উদ্দীন বিশ্বাস স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৫" এর প্রথম খেলার শুভ উদ্বোধন হয়েছে।খেলার উদ্বোধন ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খোকসা উপজেলার সুযোগ্য উপজেলা নির্বাহী অফিসার অত্যন্ত আন্তরিক,চৌকস ও ক্রীড়ামোদী ব্যক্তিত্ব জনাব প্রদীপ্ত রায় দীপন।
বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন. ড.মো: আব্দুল কুদ্দুস খান, সহযোগী অধ্যাপক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ- কুষ্টিয়া সরকারি কলেজ। মো: নাজমুল হোসেন সাচ্চু,সহকারী অধ্যাপক,বাংলা বিভাগ-কুষ্টিয়া সরকারি কলেজ। মো: আবুল হোসেন, সাবেক প্রধান শিক্ষক ধোকড়াকোল মাধ্যমিক বিদ্যালয়। বিমল কুমার পাল,প্রধান শিক্ষক- ধোকড়াকোল মাধ্যমিক বিদ্যালয়। মো: শরিফুজ্জামান, প্রধান শিক্ষক -শোমসপুর বালিকা মাধ্যমিক বিদ্যালয়।
মো: আ: রহিম, ঈশ্বরদী মাধ্যমিক বিদ্যালয় ধোকড়াকোল মাধ্যমিক বিদ্যালয় এর সভাপতি রিপন বিশ্বাস, সহকারী শিক্ষক হাসেম সহ অন্যান্য শিক্ষকবৃন্দ।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।।
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৫You cannot copy content of this page