আব্দুল মাবুদ মোহাম্মদ ইউসুফ-মনোহরদী :
বাংলাদেশ জামায়াতে ইসলামীর লেবুতলা ও খিদিরপুর ইউনিয়নের যৌথ উদ্যোগে আয়োজিত কর্মী সম্মেলনে অংশ নেন বেলাবো উপজেলা জামায়াতের আমির মাওলানা মোঃ জহিরুল ইসলাম।
তিনি তাঁর বক্তব্যে সংগঠনের ভবিষ্যৎ করণীয়, দায়বদ্ধতা এবং ঐক্য রক্ষার গুরুত্বের ওপর গভীরভাবে আলোকপাত করেন।
মাওলানা জহিরুল ইসলাম বলেন,“আমাদের সবাইকে আরও বেশি সচেতন হয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আগের চেয়ে দ্বিগুণ শক্তিতে মাঠে নামতে হবে। বাইরে কোনো শক্তি যেন আমাদের ভ্রাতৃত্ব ও ঐক্যে ছিদ্র ধরাতে না পারে, সে বিষয়ে সর্বদা সজাগ ও খোলা দৃষ্টি রাখতে হবে।”
তিনি আরোও বলেন-ইসলামী আন্দোলন শুধু বক্তৃতা বা আবেগ দিয়ে হয় না প্রয়োজন সুপরিকল্পিত কর্মতৎপরতা, পারস্পরিক আস্থা ও দায়িত্ববোধ। দাওয়াহ, তাযকিয়াহ ও শূরা-ভিত্তিক আন্দোলনের কাফেলাকে যদি আমরা ভিতর থেকেই দুর্বল করে ফেলি, তবে শত্রুর কাজ সহজ হয়ে যাবে। ঐক্যের জায়গায় যেন অন্তর্কলহ ঢুকতে না পারে, এই বিষয়ে আমরা কেউ উদাসীন থাকতে পারি না। প্রতিটি দায়িত্বশীলকে নিজ অবস্থান থেকে অগ্রণী ভূমিকা রাখতে হবে।”
সম্মেলনের অন্যান্য বক্তারাও আন্দোলনকে শক্তিশালী করার জন্য ইউনিয়ন পর্যায়ে দাওয়াত, সাংগঠনিক প্রশিক্ষণ, যুবসম্পৃক্ততা ও মিডিয়াচর্চা বাড়ানোর প্রয়োজনীয়তার কথা বলেন।
শেষে দোয়ার মাধ্যমে সম্মেলন শেষ হয়, যেখানে শহীদদের জন্য মাগফিরাত কামনা এবং সংগঠনের সফলতা কামনায় মোনাজাত করা হয়।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।।
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৫You cannot copy content of this page