শ্রীপুর প্রতিনিধি :
গাজীপুরে শ্রীপুরে মাওনা ইউনিয়নে নিজ মাওনা এলাকায় নিউ গ্লোডেন ফিট মিলসে ফ্যাক্টরীতে জোরপূর্বক প্রবেশ চেষ্টা করে এক দল সাংবাদিক, সাংবাদিকদের অভিযোগ নিউ গ্লোডেন ফিট মিলসে ফ্যাক্টরীতে সরকারি টিসিবির পণ্য রয়েছে বলে দাবি করে বলেন ফ্যাক্টরীতে সরকারী টিসিবির ৬০০ বস্তা মালামাল আছে এই বলিয়া। তখন সিকিউরিটি গার্ড শ্রী প্রকাশ পাঠক কোম্পানীর উর্ধ্বতন কর্মকর্তাকে অবহিত করিয়া বিবাদীদের ফ্যাক্টরীতে প্রবেশ করিতে দেয়। বিবাদীগণরা কোম্পানীতে প্রবেশ করিয়া পুশু খাদ্য এলোমেলোসহ কাটা কাটি করিয়া নষ্ট করে। বিষয়টি আমিসহ আমাদের কোম্পানীর কর্মকর্তাগণ ভিডিও ধারন করিলে বিবাদীগণ আমাদের উপর ক্ষিপ্ত হইয়া সিকিউরিটি গার্ড শ্রী প্রকাশ পাঠককে এলোপাথারী ভাবে মারপিট করে, রক্তাক্ত জখম করে, আশপাশের লোকজনের সহাতায় সিকিউরিটি গার্ড শ্রী প্রকাশ পাঠককে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়া আসিলে কর্তব্যরত ডাক্তার প্রাথমিক চিকিৎসা প্রদান করে।
এ বিষয়ে ফ্যাক্টরি ম্যানেজার উজ্জ্বল কুমার আচার্য্য বলেন , রোজার ঈদের আগে থেকেই আমার কাছে এক লক্ষ টাকা চাঁদা দাবি করে, আমি না দেওয়ায়, সরকারি টিসিবি’র পণ্য আছে বলে মিথ্যা অপবাদ দিয়ে ফ্যাক্টরিতে প্রবেশ করে।
নিউ গোল্ডেন ফিট মিলস্ সিকিউরিটি গার্ড শ্রী প্রকাশ পাঠক বাদী হয়ে দুইজন নাম উল্লেখ করে, শ্রীপুর থানা একটি অভিযোগ দায়ের করেন, অভিযুক্তরা হলেন, মোঃ রফিক (৪০) পিতা- অজ্ঞাত, আলামিন (২৪) পিতা-ওয়াহাব, অজ্ঞাত নামা ৫/৬জনে নামে অভিযোগ দেন।
এ বিষয়ে শ্রীপুর থানার অফিসার ইনচার্জ মহম্মদ আব্দুল বারিক বলেন, দুপক্ষেরই অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হইবে।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।।
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৫You cannot copy content of this page