দিনাজপুর প্রতিনিধি :
দিনাজপুর হিলি স্থলবন্দরে পবিত্র আশুরার সরকারি ছুটি উপলক্ষে আজ রোববার সকল ধরনের আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে।
দিনাজপুর হিলি স্থলবন্দর আমদানি-রপ্তানি-কারক গ্রুপের সাধারণ সম্পাদক নাজমুল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, পবিত্র আশুরার সরকারি ছুটি উপলক্ষে আজ রোববার হিলি স্থল বন্দরের কার্যক্রম বন্ধ রাখা হয়েছে।
তিনি বলেন, আগামীকাল সোমবার সকাল থেকে পুনরায় আমদানি-রপ্তানি বাণিজ্যসহ সব ধরনের বাণিজ্যিক কার্যক্রম চালু করা হবে।
হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ওসি পরিদর্শক আরিফুর ইসলাম জানান, আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকলেও বাংলাদেশ-ভারতের মধ্যে পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিকভাবে চলমান রয়েছে।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।।
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৫You cannot copy content of this page