শরীয়তপুর জেলা প্রতিনিধি :
শরীয়তপুরের জাজিরায় অভিযান চালিয়ে ১২ পিস ইয়াবাসহ রনি ভূঁইয়া (৩৮) নামে এক মাদককারবারিকে গ্রেফতার করেছে জাজিরা থানা পুলিশ।
শুক্রবার (৪ জুলাই) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার বিলাসপুর ইউনিয়নের চেরাগ আলী বেপারী কান্দি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার রনি ভূঁইয়া ওই এলাকার মৃত সেকান্দার ভূঁইয়ার ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে চেরাগ আলী বেপারী কান্দি এলাকায় মাদকদ্রব্য ইয়াবা বিক্রি হচ্ছে। এমন তথ্যের ভিত্তিতে জাজিরা থানার উপ-পরিদর্শক (এসআই) ইয়ার হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল তাৎক্ষণিকভাবে অভিযান পরিচালনা করে।
অভিযানকালে পুলিশের উপস্থিতি টের পেয়ে রনি পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তাকে ধাওয়া করে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ১২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ৩ হাজার ৬০০ টাকা বলে জানায় পুলিশ।
গ্রেফতারের পর তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয় এবং শনিবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
এ বিষয়ে জাজিরা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাইনুল ইসলাম বলেন, “উপজেলায় মাদক নির্মূল করতে আমরা নিয়মিত অভিযান পরিচালনা করছি। যেসব এলাকায় মাদক কেনাবেচার অভিযোগ রয়েছে, সেসব স্থানে গোপনে নজরদারি জোরদার করা হয়েছে। এরই ধারাবাহিকতায় রনি ভূঁইয়াকে গ্রেফতার করা হয়।”
তিনি আরও বলেন, “এই ধরনের অপরাধ প্রতিরোধে শুধু পুলিশ নয়, স্থানীয় জনগণের সহযোগিতাও প্রয়োজন। মাদকের বিরুদ্ধে সামাজিক সচেতনতা তৈরি করাও অত্যন্ত জরুরি। মাদকমুক্ত সমাজ গড়তে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।”
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।।
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৫You cannot copy content of this page