আব্দুল মাবুদ মোহাম্মদ ইউসুফ-মনোহরদী :
খিদিরপুর কলেজের ইংরেজি বিভাগের জ্যেষ্ঠ প্রভাষক অপু চন্দ্র দাস (ধর্মান্তরিত নাম: আব্দুর রহমান) আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
আজ বুধবার (৩ জুলাই) ভোররাতে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল প্রায় ৫০ বছর।
জানা যায়, তিনি কিছুদিন ধরেই গুরুতর অসুস্থতায় ভুগছিলেন এবং কুর্মিটোলা হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। শেষ কয়েকদিন ধরে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে আইসিইউতে স্থানান্তর করা হয়। তবে চিকিৎসকদের সব প্রচেষ্টা ব্যর্থ করে দিয়ে তিনি না ফেরার দেশে পাড়ি জমান।
অপু চন্দ্র দাস ইসলাম ধর্ম গ্রহণ করে ‘আব্দুর রহমান’ নাম ধারণ করেন। শিক্ষকতা পেশার পাশাপাশি তিনি একজন চিন্তাশীল ও নীতিবান ব্যক্তিত্ব হিসেবে নিজ এলাকায় সুপরিচিত ছিলেন।
আজ বাদ আসর মরহুমের জানাজা তাঁর শ্বশুরালয় চরমান্দালীয়ায় অনুষ্ঠিত হবে। পরে পারিবারিক কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন হবে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।
মরহুমের মৃত্যুতে সহকর্মী শিক্ষক, প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা গভীর শোক প্রকাশ করেছেন। খিদিরপুর কলেজ কর্তৃপক্ষ এক বিবৃতিতে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।।
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৫You cannot copy content of this page