মোঃ জাহিদ হোসেন জিমু-গাইবান্ধা :
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার ‘তিন ভাই বোন হোটেল’ থেকে আন্তঃজেলা ডাকাত দলের শীর্ষ সর্দার তৈয়ব আলী (৪৮) কে গ্রেফতার করেছে র্যাব-১৩। মঙ্গলবার (১ জুলাই) দুপুর ১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব অভিযান চালিয়ে তাকে আটক করে। পরে বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন র্যাব-১৩ এর মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক বিপ্লব কুমার গোস্বামী।
গ্রেফতার তৈয়ব আলী পলাশবাড়ী উপজেলার রামপুরা গ্রামের মৃত সাহেব আলী গাছুর ছেলে। তার বিরুদ্ধে গাইবান্ধা, দিনাজপুর, বগুড়া ও জয়পুরহাট জেলাসহ বিভিন্ন থানায় ১১টিরও বেশি ডাকাতি, দস্যুতা ও চুরির মামলা রয়েছে।
র্যাব জানায়, পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনের তিন ভাই বোন হোটেল এলাকায় সন্দেহজনক অবস্থান করার খবর পেয়ে অভিযান চালানো হয়। অভিযানে তৈয়ব আলীকে গ্রেফতার করে র্যাব সদস্যরা। পরে গ্রেফতারকৃত আসামিকে পলাশবাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।।
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৫You cannot copy content of this page