মো:গোলাম রব্বানী-স্টাফ রিপোর্টার :
খুলনার হরিণটানা থানাধীন জিরোপয়েন্ট এলাকা থেকে ১৯ হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (১ জুলাই) দুপুর ১টার দিকে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। আটক ব্যক্তি সাতক্ষীরা জেলার দেবহাটা উপজেলার পুস্পকাটি গ্রামের বাসিন্দা মো. মশিয়ার রহমানের ছেলে মো. ওমর ফারুক (৩২)।
হরিণটানা থানার অফিসার ইনচার্জ, শেখ খায়রুল বাসার জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি, সাতক্ষীরা থেকে একটি বড় মাদকের চালান খুলনা হয়ে ঢাকায় পাঠানো হবে। ওই তথ্যের ভিত্তিতে তাৎক্ষণিকভাবে থানার জিরোপয়েন্ট এলাকায় দুপুরে ইমাদ পরিবহনের একটি যাত্রীবাহী বাস খুলনায় প্রবেশ করলে পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্দেহভাজন ব্যক্তি বাস থেকে নেমে পালানোর চেষ্টা করে। পুলিশ তাকে ধাওয়া দিয়ে আটক করে এবং তার সঙ্গে থাকা একটি ব্যাগ তল্লাশি করে ১৯ হাজার পিস ইয়াবা উদ্ধার করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওমর ফারুক স্বীকার করেছে, সে একটি সংঘবদ্ধ মাদক কারবারি চক্রের সক্রিয় সদস্য।
ওসি শেখ খায়রুল বাসার আরও বলেন, আসামিকে রিমান্ড আবেদন সহ আদালতে পাঠানো হচ্ছে। তার স্বীকারোক্তি অনুযায়ী মাদকের এই চক্রের অন্যান্য সদস্যদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান অব্যাহত থাকবে।
পুলিশ সূত্রে জানা গেছে, আটক ওমর ফারুকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজ হয়েছে।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।।
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৫You cannot copy content of this page