ধামইরহাট প্রতিনিধি :
নওগাঁর ধামইরহাটে ১৭০ তম সান্তাল হুল দিবস পালিত হয়েছে। ৩০ জুন সোমবার আদিবাসী নারী মঞ্চের আয়োজনে এবং ডাসকো ফাউন্ডেশান ও হেকস ইপার এর সহযোগীতায় বেলা দুপুর ১২টায় পদযাত্রা অনুষ্ঠিত হয়।
উপজেলার জগদল আদিবাসী স্কুল এন্ড কলেজের প্রাঙ্গনে আলোচনা সভা অনুষ্ঠিত করা হয়। সান্তাল হুল দিবস উদযাপন কমিটির আহবায়ক মেরী মর্মু এর সভাপতিত্বে দিবসের ইতিহাস ও গুরুত্ব তুলে ধরে বক্তব্য প্রদান করেন প্রধান অতিথি জাতীয় মুক্তি কাউন্সিলের সম্পাদক ফয়জুল হাকিম। জাতিসত্বা মুক্তি কাউন্সিলের সভাপতি ও বাংলাদেশ সান্তাল বাইসি (বিএসবি) এর চেয়াম্যান এসসি আলবার্ট সরেন উক্ত আয়োজিত অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধান আলোচক হিসাবে ছিলেন।
এছাড়াও পাঁচবিবি ডিগ্রী কলেজের অধ্যাপক সুদর্শন মালো,জগদল আদিবাসী স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ইলিয়াস আলম, ১নং ধামইরহাট ইউপি চেয়ারম্যান এটিএম বদিউল আলম, হেকস ইপার এর সিনিয়র পার্টনারসিপ কো-অর্ডিনেটর এ এফ এম রোকনুল ইসলাম, ডাসকো ‘র ফোকাল পার্সন মদন দাস, সাংস্কৃতিক অনুষ্ঠানের পরিচালক ডলি দাস, আদিবাসী নেত্রী বর্ষা বিশ্বাস প্রমুখ।
অনুষ্ঠানের শৃংখলা তত্বাবধান করেন ডাসকো’র প্রজেক্ট কো-অর্ডিনেটর (থ্রাইভ প্রকল্প) তোফাজ্জল হোসেন, সিডিও ইমরান হোসেন, সিডিও রুবিয়া খাতুন। সবশেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয়।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।।
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৫You cannot copy content of this page