জহুরুল ইসলাম জপি-শেরপুর :
শেরপুরের নালিতাবাড়িতে মানসিক ভারসাম্যহীন এক যুবতী ধর্ষনের শিকার হয়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকাবাসীর মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। ২৬ জুন বৃহস্পতিবার রাতে উপজেলার পুড়াগাঁও ইউনিয়নের বারমারি বাজারে এ ঘটনা ঘটে। জানা গেছে, গত দুই মাস পুর্বে ওই মানসিক ভারসাম্যহীন যুবতী (২৫) বারমারি বাজারে আসে। তার পরিচয় কেউ জানে না। বাজারের বিভিন্ন দোকানের বারান্দায় রাত যাপন করে আসছিল।
বাজারের বাসিন্দারা জানান ব্যবসায়ীরা অনেকেই ওই মানসিক ভারসাম্যহীন যুবতীকে খাবার দিতো। গত বৃহস্পতিবার রাত ২টায় জালাল মিয়া (৩৫) নামে এক যুবক বাজারে এসে ওই যুবতীকে ধর্ষণ করে।
এ সময় বাজারের পাহারাদারা জালাল মিয়াকে হাতে নাতে আটক করে। এসময় পুড়াগাঁও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ফারুক আহমেদ এসে চড়থাপ্পড় দিয়ে ছেড়ে দেন। জালাল মিয়া পার্শ্ববর্তী কালাপানি গ্রামের জনু মিয়ার ছেলে। জানা গেছে জালাল মিয়া এলাকায় একাধিক ধর্ষণের ঘটনা ঘটিয়েছে। কিন্তু অর্থশালী হওয়ায় কেউ তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে সাহস পায়নি।
বর্তমানে মানসিক ভারসাম্যহীন ওই যুবতীকে ধর্ষণের ঘটনাকে কেন্দ্র করে এলাকাবাসীর মধ্যে চরম উত্তেজনা দেখা দিয়েছে। খবর পেয়ে থানা পুলিশ শনিবার রাতে ধর্ষিতা যুবতীকে থানায় নিয়ে আসে।
এ ব্যাপারে নালিতাবাড়ী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। ঘটনার সত্যতা নিশ্চিত করে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহেল রানা বলেন এ বিষয়ে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। আসামি গ্রেপ্তারের বিষয়ে পুলিশী তৎপরতা অব্যাহত রয়েছে।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।।
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৫You cannot copy content of this page