মোঃ শিহাব উদ্দিন :
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, দেশের বিভিন্ন স্থানে চাঁদাবাজি করে বিএনপির নাম দেওয়া হচ্ছে। এদের প্রতিহত করতে নেতাকর্মীদের নির্দেশ দেওয়া হচ্ছে।
আজ রোববার রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে রমনা থানা বিএনপির সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রমে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, মির্জা আব্বাসের নাম ব্যবহার করে কেউ চাঁদাবাজি করলেও তাদের ধরে পুলিশে দিন। কিছু অপরাধীর কারণে বিএনপির সুনাম নষ্ট হতে দেওয়া যাবে না। কোনো খারাপ লোককে সদস্য করা যাবে না। মনে রাখতে হবে, দুষ্টু গরুর চেয়ে শূন্য গোয়াল ভালো।
বিএনপির সুনাম রক্ষার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, বিএনপি কোনো খারাপ দল নয়। আগের ফ্যাসিবাদী সরকারের অপকর্মের ক্ষতিপূরণ বিএনপিকে ভালো কাজের মাধ্যমেই দিতে হবে।
কিছু রাজনৈতিক দলের সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) নির্বাচন পদ্ধতির দাবি সম্পর্কে মির্জা আব্বাস বলেন, কেউ কেউ নির্বাচন পেছানোর কৌশল হিসেবে নতুন করে এই পদ্ধতির প্রস্তাব দিচ্ছেন। তাদের উদ্দেশ্য আমাদের সবারই জানা।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।।
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৫You cannot copy content of this page