নিজস্ব প্রতিবেদক :
৯ দফা উত্থাপন করে সংস্কারের দাবিতে আন্দোলনে নেমেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীরা। রোববার (২৯ জুন) দুপুরে প্যারিস রোড থেকে বিক্ষোভ মিছিল শুরু করেন তাঁরা। পরে প্রশাসনিক ভবনের সামনে অবস্থান কর্মসূচিতে অংশ নেন। আন্দোলনকারীরা বলছেন, দীর্ঘদিন ধরে এই ৯ দফা দাবি জানিয়ে আসছেন তাঁরা। তবে প্রশাসনের নীরব ভূমিকার কারণে এবার কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হয়েছেন।
সমাবেশে রাবি সংস্কার আন্দোলনের মুখপাত্র ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক সালাউদ্দিন আম্মার বলেন, এই ৯ দফা শিক্ষার্থীদের ন্যায্য ও সময়োপযোগী দাবি। এগুলো বাস্তবায়ন করতে শুধু সদিচ্ছা ও প্রশাসনিক উদ্যোগই যথেষ্ট। আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে সতর্ক করছি—দ্রুত দাবি না মানলে আরও কঠোর কর্মসূচি আসবে।
প্রসঙ্গত, গত ২৫ মে রাবি সংস্কার আন্দোলনের ব্যানারে বিশ্ববিদ্যালয়ের পরিবহন চত্বরে এক সংবাদ সম্মেলন থেকে এসব দাবি উত্থাপন করা হয়। তারপর গত ২০ জুন থেকে ২৮ জুন পর্যন্ত শিক্ষার্থীদের মাঝে লিফলেট বিতরণ কর্মসূচি পালন করেন তাঁরা।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।।
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৫You cannot copy content of this page