বিনোদন ডেস্ক :
ফেরার মতো ফেরা বোধ হয় একেই বলে। তিন বছর বড় পর্দায় ছিলেন না আমির। ২০২২ সালে ‘লাল সিং চাড্ডা’ ডাহা ফ্লপ হওয়ার পর ডুব মেরেছিলেন। নতুন সিনেমা ‘সিতারে জমিন পর’ মুক্তির আগে কম বিতর্ক হয়নি। কেউ বলেছিলেন, আবার রিমেক ছবি! এবার আমিরের ক্যারিয়ারই শেষ হয়ে যাবে। এ ছাড়া নানা ইস্যুতে ছিল নেতিবাচক প্রচারণা। তবে ২০ জুন মুক্তির পর থেকে বক্স অফিসে ভালো করছে সিনেমাটি। কিন্তু অগ্রিম টিকিট বিক্রিতে পিছিয়ে থাকার পরও কেন ছবিটি এতটা সাফল্য পাচ্ছে। হিন্দুস্তান টাইমস, ইন্ডিয়ান এক্সপ্রেস অবলম্বনে জেনে নেওয়া যাক সম্ভাব্য পাঁচ কারণ।
আমির খানের প্রত্যাবর্তন
ভারতের বড় তারকাদের মধ্যে আমির খানের আলাদা ভক্ত–শ্রেণি আছে। তাঁরা বড় পর্দায় অভিনেতাকে মিস করেছেন। তাই নতুন সিনেমা মুক্তির পর আমিরকে দেখার জন্যই হলে ফিরেছেন। এটা ‘সিতারে জমিন পর’–এর সাফল্যের প্রাথমিক কারণ বলা যায়।
চিত্রনাট্যের জোর আর আমিরের অভিনয়
‘সিতারে জমিন পর’ স্প্যানিশ সিনেমার হিন্দি রিমেক। মূল সিনেমাটি অনেকেই দেখেননি। ফলে আমিরের ছবিটি তাঁরা নতুন সিনেমা হিসেবেই দেখেছেন। ছবির চিত্রনাট্যে আবেগের গাঁথুনি আর আমিরের অভিনয় ভালো লেগেছে দর্শকের।
ভিন্নতার স্বাদ
গত কয়েক বছরে শাহরুখ খান বা সালমান খানের মতো বড় তারকাদের সিনেমা মানেই যেন ধুন্ধুমার অ্যাকশন। সে ‘পাঠান’, ‘জওয়ান’ বা ‘সিকান্দার’ যা–ই হোক। সেখান থেকে বেরিয়ে এসে আমির করেছেন ড্রামাধর্মী সিনেমা, যা দর্শককে ভিন্নতার স্বাদ দিয়েছে। ছবিতে আমিরকে দেখা গেছে এক বাস্কেটবল কোচের ভূমিকায়, যিনি বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের প্রশিক্ষণ দেন।
ভারতে সিনেমার সাফল্য অনেকটা নির্ভর করে সাধারণ দর্শক ছবিটি দেখে কী বলছেন সেটার ওপর। গত শুক্রবার মুক্তির প্রথম দিনে ১১ কোটি রুপি আয় করে সিনেমাটি। কিন্তু পরের দুই দিন ছবিটির আয় দ্বিগুণ হয়। এর অন্যতম কারণ পরের দুই দিনই ছিল সাপ্তাহিক ছুটি। তবে আরেকটি বড় কারণ, প্রথম দিন দেখা দর্শকের মুখে ছবিটি ছড়িয়ে পড়েছে। এটা অনেক দর্শককে ছবিটির প্রতি আগ্রহী করে তুলেছে।
ইতিবাচক সমালোচনা
মুক্তির পর সাধারণ দর্শকের মতো সমালোচকদের কাছ থেকেও ইতিবাচক প্রতিক্রিয়া পেয়েছে ‘সিতারে জমিন পর’।
বলিউড হাঙ্গামাও দিয়েছে ৩.৫ তারকা। গণমাধ্যমটি প্রশংসা করেছে ছবির গল্প, পরিচালনা ও অভিনয়ের, বিশেষ করে নিউরোডাইভারজেন্ট চরিত্রগুলোর বৈশিষ্ট্য নিয়ে দর্শকদের সচেতন করার জন্য।
‘সিতারে জমিন পর’ অভিনয়ের পাশাপাশি প্রযোজনাও করেছেন আমির খান। ছবির পরিচালক এস প্রসন্ন। ছবিতে আরও অভিনয় করেছেন জেনেলিয়া ডি’সুজা।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।।
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৫You cannot copy content of this page